আসল বাবা!
Labels: আসল বাবা
এক মহিলা এক ডাক্তারের প্রেমে পড়েছে। এক পর্যায়ে মহিলা গর্ভবতী হয়ে পড়ল। কিন্তু ডাক্তার বা মহিলা কেউই সন্তান চাচ্ছিলনা তখন, আবার গর্ভপাতও করতে চাচ্ছিলনা।
৯মাস পর যখন বাচ্চা হওয়ার সময় হল, মহিলা হসপিটালে ভর্তি হল, একইদিনে স্হানীয় চার্চের ফাদারও ভর্তি হলেন টিউমার অপারেশন করাতে। ডাক্তার মহিলার ডেলিভারি করিয়ে বলল মহিলাকে 'আস এক কাজ করি, ঐ ফাদারকে বলি, ওর আসলে টিউমার ছিলনা, ওর একটা বেবি হয়েছে আসলে।' তো মহিলা বলল, 'ধুৎ, তাও হয় নাকি, ও তো একটা ছেলে।' ডাক্তার বলল, 'আরে ব্যাপার না, ওকে বুঝেয়ে বলব, এটা একটা মিরাকেল, রেয়ার হয়, আমরা কাউকে বলি না।' সেই মত।
তো ডাক্তার ব্যাটা, ফাদারকে যখন বলল, ফাদারের তো মাথায় হাত, এও হয়! যাকগে, পেইন (!) কমার পর নবজাতক নিয়ে ফাদার চার্চে ফিরলেন!
১৫বছর পর। ফাদার ঠিক করলেন, ছেলেটাকে এবার টার জন্মের ইতিহাস খুলে বলেবেন। তো তিনি ছেলেকে ডেকে বললেন, 'বাবা, আমি আষলে এতদিন মিথ্যা বলেছি তোমাকে, আমি আসলে তোমার বাবা না।' ছেলে তখন বলল, 'তাহলে কে আমার বাবা?' ফাদার বললেন,
'আমি আসলে তোমার মা, আর্চবিশপ তোমার আসল বাবা!'
৯মাস পর যখন বাচ্চা হওয়ার সময় হল, মহিলা হসপিটালে ভর্তি হল, একইদিনে স্হানীয় চার্চের ফাদারও ভর্তি হলেন টিউমার অপারেশন করাতে। ডাক্তার মহিলার ডেলিভারি করিয়ে বলল মহিলাকে 'আস এক কাজ করি, ঐ ফাদারকে বলি, ওর আসলে টিউমার ছিলনা, ওর একটা বেবি হয়েছে আসলে।' তো মহিলা বলল, 'ধুৎ, তাও হয় নাকি, ও তো একটা ছেলে।' ডাক্তার বলল, 'আরে ব্যাপার না, ওকে বুঝেয়ে বলব, এটা একটা মিরাকেল, রেয়ার হয়, আমরা কাউকে বলি না।' সেই মত।
তো ডাক্তার ব্যাটা, ফাদারকে যখন বলল, ফাদারের তো মাথায় হাত, এও হয়! যাকগে, পেইন (!) কমার পর নবজাতক নিয়ে ফাদার চার্চে ফিরলেন!
১৫বছর পর। ফাদার ঠিক করলেন, ছেলেটাকে এবার টার জন্মের ইতিহাস খুলে বলেবেন। তো তিনি ছেলেকে ডেকে বললেন, 'বাবা, আমি আষলে এতদিন মিথ্যা বলেছি তোমাকে, আমি আসলে তোমার বাবা না।' ছেলে তখন বলল, 'তাহলে কে আমার বাবা?' ফাদার বললেন,
'আমি আসলে তোমার মা, আর্চবিশপ তোমার আসল বাবা!'