কী করে ওজন কমাই
Labels: Bangla
দারুণ সৌন্দর্যসচেতন এক মেয়ে এল জিম ইনস্ট্রাক্টরের কাছে। বলল, ‘আমার ওজন ৪৪ কেজি। কী করে ৪ কেজি কমাই, বলুন তো?’
জিম ইনস্ট্রাক্টর: মাস তিনেক ব্যায়াম করুন, তাহলেই হবে।
মেয়ে: আরেকটু কম সময়ে হয় না?
জিম ইনস্ট্রাক্টর: যায়, মাথাটা কেটে ফেলুন, কালকেই ৪ কেজি কমে যাবে।