মৌমাছিরাও ওগুলোই করে

রাতে শোওয়ার আগে স্ত্রীর মনে পড়ল আজ বিকেলে ছেলেকে বারান্দায় দাঁড়িয়ে পাশের বাড়ির টুনির সঙ্গে কী যেন ফিসফিস করতে দেখেছেন।
তিনি স্বামীকে ডেকে বললেন, ‘হ্যা গো শুনছ, আমাদের ছেলে বড় হচ্ছে। তোমার কি মনে হয় না ওকে কিছু ব্যাপার বুঝিয়ে বলা উচিত? তুমি বরং আজকেই ওকে সেক্সের ব্যাপারে সবকিছু বুঝিয়ে বল। তবে একবারেই সব বলে দিও না যেন, ফুল কিংবা মৌমাছি থেকে শুরু কর।’
অনিচ্ছা সত্ত্বেও স্বামী বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। ছেলেকে আড়ালে ডেকে নিয়ে গেল। ‘হ্যা রে বাবু, তোর কি মনে আছে, গত হপ্তায় টুনির সঙ্গে তুই আর আমি কী করেছিলাম?’
‘হ্যাঁ বাবা।’
‘মৌমাছিরাও ওগুলোই করে।’

Apartment ভাড়া


পঞ্চাশোর্ধ এক ব্যবসায়ী সুন্দরী এক কল গার্লের সেবা গ্রহণ করলেন এবং তাকে নগদ টাকা না দিয়ে তার অফিসে একটি বিল পাঠাতে বললেন। বিলতো আর গৃহিত সেবার নামে করা যাবে না তাই ব্যবসায়ী গার্লকে পরামর্শ দিলেন তুমি এমন একটা বিল আমার অফিসে পাঠাবে যেন আমি তোমার কাছ থেকে একটি এ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলাম।

যথারীতি গার্ল পরের সপ্তাহে ব্যবসায়ীর অফিসে একটি বিল পাঠালেন।
এ্যাপার্টমেন্ট ভাড়া বাবদ ৫০০০ টাকা ।
ব্যবসায়ী সভাব সুলভ কারনে সেই বিলও কাটলেন ২৫০০ হাজার টাকা কেটে বাকী আড়াই হাজার টাকা পাঠালেন গার্ল এর কাছে। বিল কাটার কারন হিসেবে তিনি লিখলেন :
১) আমি ভেবেছিলাম এ্যাপার্টমেন্টটি (??) একদম নতুন আগে কেউ ব্যবহার করেনি, কিন্তু ভাড়া নেয়ার পর দেখলাম এটি আগেও ভাড়া হয়েছে।
২) ভাড়া নেবার সময় আমি ভেবেছিলাম এ্যাপার্টমেন্টটি (??) অনেক ছোট এবং সুন্দর, কিন্তু ভাড়া নেবার পর দেখলাম অনেকে এই এ্যাপার্টমেন্ট ব্যবহার করায় এর আকার অনেক বড়। এত বড় এ্যাপার্টমেন্ট আমার পছন্দ নয়।
৩) ভাড়া নেবার সময় আমি ভেবেছিলাম এ্যাপার্টমেন্টটি (??) অনেক গরম হবে ,
কিন্তু ভাড়া নেবার পর দেখলাম এটি একেবারেই ঠান্ডা ।
কলগার্ল ব্যবসায়ীর এই কারন সহ অর্ধেক পেমেন্ট পেয়ে রেগে গেলেন এবং আড়াই হাজার টাকা ফেরত পাঠিয়ে দিয়ে পুরো ৫০০০ টাকা দেবার অনুরোধ করলেন এবং ব্যবসায়ীর কারন গুলোর বিপরীতে লিখলেন:
১) তুমি কি করে ভাবলে এত সুন্দর এ্যাপার্টমেন্টটি (??) ভাড়া না হয়ে এতদিন পরে থাকবে?
২) এ্যাপার্টমেন্টটি (??) আসলে সুন্দর এবং ছোটই ছিল, কিন্তু তোমার যদি এই এ্যাপার্টমেন্টটি (??) ভর্তি করার মত ফার্নিচার (??) না থাকে তাহলে আমার কি করার আছে?
৩) এ্যাপার্টমেন্টটিতে (??) আসলে অনেক গরমই ছিল কিন্তু তুমিতো জানই না এটা কি ভাবে অন করতে হয়।
তাই আমার পুরো পাওনা ৫০০০ টাকাই দিতে হবে। 

Akto loose করে দিই


দুই কালসিটে বসা চোখ নিয়ে ফিরলো জুমন।

রুমমেট সুমন বললো, ‘কী রে, কী হয়েছে?’
জুমন বললো, ‘আর বলিস না। বাসে বসেছিলাম, এক মহিলা দাঁড়িয়ে যাচ্ছিলো। তো, হয়েছে কি, মহিলার শাড়িটা পেছনে এমন বিচ্ছিরি ভাবে এঁটেছিলো, ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না। আমি ভাবলাম, ওজায়গায় শাড়িটা আঙুল দিয়ে এক চিমটি টেনে একটু ঢিলে করে দিই, ওনার সুবিধে হবে। ঐ কাজ করতেই মহিলা পেছন ফিরে এক ঘুঁষি মারলো আমার বাম চোখের ওপর।’
‘আয় হায়। আর ডান চোখে কী হয়েছে?’

‘মার খেয়ে আমি ভাবলাম, যেমন ছিলো তেমনটাই করে দিই। তাই আঙুল দিয়ে খুঁচিয়ে আবার ওটা আগের মতো আঁটো করে দিলাম …।’

How to fan rightly (কিভাবে ঠিকমতো বাতাস করতে হয়)

বুড়ো রিয়াদ সাহেব বিয়ে করেছেন এক কচি মেয়েকে। কিন্তু কয়েক হপ্তা পর দেখা গেলো, বিছানায় যত কায়দা কানুনই তিনি করেন না কেন, বউ বেচারির রাগমোচন হচ্ছে না।
রিয়াদ সাহেব ঠিক করলেন, তিনি ডাক্তারের পরামর্শ নেবেন।
ডাক্তার সব শুনে, সব দেখে রায় দিলেন। “এক কাজ করুন। ফ্যান্টাসি সেক্স চেষ্টা করে দেখুন। ষন্ডা কোন ছোকরাকে ভাড়া করবেন। আপনারা যখন ঐসব করবেন, ছোকরা ন্যাংটা হয়ে দাঁড়িয়ে তালপাখা দিয়ে আপনাদের বাতাস করবে।”
ডাক্তারের কথা কী আর ফেলা যায়? রিয়াদ সাহেব এক ষন্ডামতো ছোকরাকে ভাড়া করে বাড়ি নিয়ে গেলেন। ডাক্তারের নির্দেশমতো কাজ করেও কোন ফল পাওয়া গেলো না। চটেমটে রিয়াদ সাহেব আবার ডাক্তারের চেম্বারে হানা দিলেন।
ডাক্তার সব শুনে, সব দেখে আবারও রায় দিলেন। “এক কাজ করুন। এবার উল্টো ফ্যান্টাসি সেক্স চেষ্টা করে দেখুন। ষন্ডা কোন ছোকরাকে ভাড়া করবেন। এবার ছোকরা আপনার স্ত্রীর সাথে যখন ঐসব করবে, আপনি ন্যাংটা হয়ে দাঁড়িয়ে তালপাখা দিয়ে ওদের বাতাস করবেন।”
মরিয়া রিয়াদ সাহেব ঠিক করলেন, তথাস্তু।
এবার একেবারে হাতেনাতে ফল পাওয়া গেলো। রিয়াদ সাহেবের বউ এক উথালপাথাল রাগমোচন লাভ করলেন।
উল্লসিত রিয়াদ সাহেব ষন্ডা ছোকরার কাঁধে টোকা দিয়ে বললেন, “এবার বুঝেছো তো ছোকরা, কিভাবে ঠিকমতো বাতাস করতে হয়?”

Good jokes

Man: Is there any way for long life?
Dr: Get married.
Man: Will it help?
Dr: No, but the thought of long life will never come.
------------ --------- --------- ----
Why do couples hold hands during their wedding?
It's a formality just like two boxers shaking hands before the fight begins!
------------ --------- --------- --------- --------- --
Wife: Darling today is our anniversary, what should we do?
Husband: Let us stand in silence for 2 minutes.
------------ --------- --------- --------- --------- --
It's funny when people discuss Love Marriage vs Arranged.
It's like asking someone, if suicide is better or being murdered.
------------ --------- --------- --------- --------- --
It is difficult to understand GOD. He makes such beautiful things as women
and then he turns them into Wives.
------------ --------- --------- --------- --------- --
If u r married please ignore this msg,
for everyone else: Happy Independence Day
------------ --------- --------- --------- --------- --
Before marriage, a man will lie awake all night thinking about something you
say.
After marriage, he'll fall asleep before you finish.
------------ --------- --------- --------- --------- --
There's a way of transferring funds that is even faster than electronic
banking.
It's called marriage.
------------ --------- --------- --------- --------- --
Girlfriends r like chocolates,
taste good anytime.
Lovers r like PIZZAS, Hot n spicy, eaten frequently.
Husbands r like leftovers, eaten when there's no choice.
------------ --------- --------- --------- --------- --
Man receives telegram: Wife dead-should be buried or cremated?
Man: Don't take any chances. Burn the body and bury the ash.
------------ --------- --------- --------- --------- --
Q: Why dogs don't marry?
A: Because they are already leading a dog's life!
------------ --------- --------- --------- --------- --
There was this guy who told his woman that he loved her so much that he
would
go through hell for her. They got married and now he is going thru hell.
------------ --------- --------- --------- --------- --
Fact of life: One woman brings you into this world crying & the other
ensures you
continue to do so for the rest of your life!
------------ --------- --------- --------- --------- --
Q: Why doesn't law permit a man to marry a second woman?
A: Because as per law you cannot be punished twice for the same offence!
------------ --------- --------- --------- --------- --
Here comes the Ultimate One
Prospective husband: Do you have a book called 'Man, The Master of Women'?
Salesgirl: The fiction department is on the other side, sir.

Customer Care of 2050

Operator: "Thank you for calling Pizza Hut. May I have your..." Customer: "Heloo, can I order.." Operator : "Can I have your multi purpose card number first, Sir?" Customer: "It's eh..., hold........ .. on.......8898613561 02049998- 45-54610" Operator : "OK... you're... Mr Habib and you're calling from Dhanmondi 9/a. Your home number is 24! , your office 764523 and your mobile is 0171162566. Which number are you calling from now Sir?" Customer: "Home! How did you get all my phone numbers? Operator : "We are connected to the system Sir" Customer: "May I order your Seafood Pizza..." Operator : "That's not a good idea Sir" Customer: "How come?" Operator : "According to your medical records, you have high blood pressure and even higher cholesterol level Sir" Customer: "What?... What do you recommend then?" Operator : "Try our Low Fat Hokkien Mee Pizza. You'll like it" Customer: "How do you know for sure?" Operator : "You borrowed a book entitled "Popular Hokkien Dishes" from the National Library last week Sir" Customer: "OK I give up... Give me three family size ones then, how much will that cost?" Operator : "That should be enough for your family of 10, Sir. The total is $49.9! 9" Customer: "Can I pay by! credit card?" Operator : "I'm afraid you have to pay us cash, Sir. Your credit card is over the limit and you owe your bank $3,720.55 since October last year. That's not including the late payment charges on your housing loan, Sir." Customer: "I guess I have to run to the neighbourhood ATM and withdraw some cash before your guy arrives" Operator : "You can't Sir. Based on the records,you've reached your daily limit on machine withdrawal today" Customer: "Never mind just send the pizzas, I'll have the cash ready. How long is it gonna take anyway?" Operator : "About 45 minutes Sir, but if you can't wait you can always come and collect it on your motorcycle.. ." Customer: " What!" Operator : "According to the details in system ,you own a Scooter,...registra tion number 1123..." Customer: " ????" Operator : "Is there anything else Sir?" Customer: "Nothing.! ... by the way... aren't you giving me that 3 free bottles of cola as advertised?" Operator : "We normally would Sir, but based on your records you're also diabetic.... ... " Customer: Operator "Better watch your language Sir. Remember on 15th July 2017 you were convicted of using abusive language on a policeman... ?" Customer: Faints.......................

A Mother had 3 virgin daughters.


A Mother had 3 virgin daughters. They were all getting married within a short time period. Because Mom was a bit worried about how their sex life would get started, she made them all promise to send a postcard from the honeymoon with a few words on how marital sex felt.
 
The first girl sent a card from Hawaii two days after the wedding. The card said nothing but "Nescafe". Mom was puzzled at first, but then went to the kitchen and got out the Nescafe jar. It said: "Good til the last drop." Mom blushed, but was pleased for her daughter.

The second girl sent the card from Vermont a week after the wedding, and the card read: "Benson & Hedges". Mom now knew to go straight to her husband's cigarettes, and she read from the Benson & Hedges pack: "Extra Long King Size". She was again slightly embarrassed but still happy for her daughter.

The third girl left for her honeymoon in the Caribbean. Mom Waited for a week, nothing. Another week went by and still nothing. Then after a whole month, a card finally arrived. Written on it with shaky handwriting were the words: "British Airways". Mom took out her latest Harper's Bazaar magazine, flipped through the pages fearing the worst, and finally found the ad for British Airways. The ad said: "Three times a day, seven days a week, both ways." Mom frightens.

Clever son


An old man lived alone in United Kingdom. He wanted to dig his potato garden, but it was very hard work.
His only son, who would have helped him, was in prison for bank robbery.
The old man wrote a letter to his son and mentioned his predicament.
Shortly, he received this reply,
"For HEAVEN'S SAKE Dad, don't dig up that garden, that's where I buried the Money!"
At 4 A.M. the next morning, a dozen policemen showed up and dug up the entire garden, without finding any money.
Confused, the old man wrote another note to his son telling him what happened, and asking him what to do next.
His son's reply was: "Now plant your potatoes, Dad. It's the best I could do from here.

Universal law of Love:


" Love can neither be created nor be destroyed; only it can transfer from One girlfriend to another girlfriend with some loss of money "
************ *
First law of Love:
" a boy in love with a girl, continue to be in love with her and a girl in love with a boy, continue to be in love with him, until or unless any external agent(brother or father of the gal) comes into play and break the legs of the boy. "
************ *
Second law of Love:
" the rate of change of intensity of love of a girl towards a boy is directly proportional to the instantaneous bank balance of the boy and the direction of this love is same to as increment or decrement of the bank balance. "
************ *
Third law of Love:
" the force applied while proposing a girl by a boy is equal and opposite to the force applied by the girl while slapping ."

মাজা দুলাই


একটি ফলের দোকানে একটি লোক ফল কিনছিল; এমন সময় আর একটি লোক এসে তার পাশে দাঁড়ালো এবং কোমর দুলাতে দুলাতে বিভিন্ন ফলের দর দাম জিজ্ঞেস করতে থাকলো। দ্বিতীয় লোকটি ডানে-বাঁয়ে এমন ভাবে দুলছিল যে প্রথম লোকটির গায়ে বার বার ধাক্কা লাগছিল। এতে প্রথম ক্রেতা বিরক্ত হয়ে দ্বিতীয় ক্রেতাকে প্রশ্ন করলোঃ কি ব্যাপার ভাই আপনি এরকম ডানে-বাঁয়ে দুলছেন কেন? দ্বিতীয় ক্রেতা উত্তরে বলল: ভাই কিছু মনে করবেন না, পাঁচ বছর ধরে জাহাজে চাকরী করছিতো, সাগরের ঢেউয়ের তালে দুলতে দুলতে বদ অভ্যাস হয়ে গেছে, তাই মাটিতে থাকলেও ডানে-বাঁয়ে মাজা দুলতে থাকে।
একথা শুনে প্রথম ক্রেতা একটু উত্তেজিত হয়ে বললঃ এইডা কোন কথা হইলো; আমিতো মিঞা বিয়া করছি ২০ বছর হইলো; আমিকি সারাদিন সামনে পিছনে মাজা দুলাইনাকি?

Father, Bishop and Nun (18+)


একজন ফাদার চার্চের জন্য কিছু টাকা তুলতে চান। তিনি বিশপকে জিজ্ঞেস করলেন, কিভাবে কিছু টাকা আয় করা যায় বলুন ত! চার্চে কিছু সংস্কার কাজ করা হবে। কিন্তু ফান্ডে যথেষ্ট টাকা নাই।
বিশপ বুদ্ধি দিলেন, শহরে ঘোড়ার রেস হয় প্রতি সপ্তাহে। একটা ঘোড়া কিনে সেখানে অংশ নাও।
পরের সপ্তাহেই ফাদার গেলেন ঘোড়া কিনতে। কিন্তু ঘোড়ার দাম শুনে তার চক্ষু চড়ক গাছে। বেচারা আর কিছু কিনতে না পেরে একটা গাধা কিনে নিয়ে চলে এলেন।
শহরে এসে ভাবলেন, কিনছি যখন গাধা, সেটাকেই রেসে লাগাই। কি আর এমন হবে যদি হেরে যাই।
রেসের ময়দানের সবাইকে অবাক করে দিয়ে গাধাটা ঘোড়ার রেসেই তৃতীয় হয়ে বসল। শহর জুড়ে গাধার প্রশংসা আর তার কীর্তির আলাপ হচ্ছে। পত্রিকাগুলাও পরদিন ফলাও করে খবর ছাপাল, Father'S ASS SHOWS!!!

ফাদার গাধাটাকে খুব ভালো ভালো খাবার দেয়া শুরু করলেন। পরের সপ্তাহেও রেসে অংশ নিলেন গাধা নিয়েই। এইবার তার গাধা রেসের প্রথমেই। পরদিন বিশাল ছবি সহ সংবাদপত্রের শিরোনাম- FATHER'S ASS OUT IN FRONT!!!

ফাদার আগ্রহ নিয়ে বিশপের সাথে দেখা করতে গেলেন। ফান্ডে বেশ ভালো টাকা জমা হচ্ছে গাধাটার কারনে। এদিকে গাধাটা আবার শহরের হিরো হয়ে গেছে। কিন্তু বিশপ পেপারের হেড লাইনগুলো পছন্দই করেন নাই। তিনি ফাদারকে হুকুম দিলেন, বদমাশ গাধাকে আর রেসে দিবেন না। ফাদার তাই করলেন।রেসে কভার করতে আসা সাংবাদিকেরা জিজ্ঞেস করল গাধাটা রেসে নাই কেনো? সহজ-সরল ফাদার বলে দিলেন বিশপের নির্দেশেই এই কাজ করা হয়েছে। রেসিং ডে এর পরের দিন পেপারে আসল- BISHOP SCRATCHES FATHER'S ASS

বিশপ ত এইবার পুরা ক্ষেপা। তার কড়া নির্দেশ এলো ফাদারের কাছে। গাধাকে সরাও। ফাদার আর কি করবেন? এত শখের গাধা তার। কাছের এক সন্ন্যাসী আশ্রমে তার পরিচিত এক নান থাকেন। তিনি গাধাটা নানকে দিয়ে দিলেন। পরের দিনে পেপারে আসল, NUN HAS BEST ASS IN TOWN!!! এইবার পেপারের হেডিং দেখে বিশপ ফিট হয়ে পড়ে গেলেন। জ্ঞান ফিরে আসার পর নানকে খবর পাঠালেন, দয়া করে গাধাটা বিক্রি করে দেন।
নান তাই করলেন। নামমাত্র মূল্যে বিক্রি করে দিলেন গাধাটা। পেপারে খবর চলে আসল, NUN SELLS ASS FOR 1000 Taka.

বিশপের মাথা এইবার আউলিয়ে গেছে। পেপারগুলা যা শুরু করছে!!!! গাধাটার হাত থেকে যেভাবেই হোক মুক্তি পেতে হবে। তিনি নানকে নির্দেশ দিলেন, আপনি গাধাটা আবার কিনে নেন। এরপর সেটাকে জঙ্গলে ছেড়ে দেন। এরসাথে আমাদের চার্চের যেন কোনরূপ সম্পর্ক না থাকে। নান গাধাটা কিনে ফেরত নিলেন। তারপর বনে নিয়ে ছেড়ে দিলেন। সংবাদ সম্মেলন করে জানালেন, আমার গাধাটার সাথে চার্চের কোনরূপ সম্পর্ক আর নাই। সেটাকে মুক্ত করে দেয়া হয়েছে। কেউই আর গাধাটার মালিক নয়। পরেরদিন পেপারের হেডিং- NUN ANNOUNCES HER ASS IS WILD AND FREE.
সেইদিন সকালে হার্ট এটাকে বিশপ মারা গেলেন।
আপনারা যদি কেউ গাধা কেনার চিন্তা ভাবনা করেন তাহলে একটু বেপার টা মাথায় রাইখেন।
Lolzzzzzzzz